রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মঙ্গলবার একনেকে উঠছে ৩৮শ’ কোটি টাকার ইভিএম প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় প্রকল্প আগামীকাল (মঙ্গলবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। গত ১৬ আগস্টে প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব করে নির্বাচন কমিশন (ইসি)। প্র

কল্পটির ওপর ১৯ আগস্ট প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা কথা থাকলেও হঠাৎ পিইসি সভাটি স্থগিত করা হয়। কিন্তু গত মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রকল্পটি আগামী একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, প্রকল্পটি একনেকের কার্য তালিকায় অন্তর্ভক্ত নেই। তবে এটি মিটিংয়ের দিন টেবিলে উপস্থাপন করা হবে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য প্রকল্পটি নেয়া হয়নি।

আগামীতে স্থানীয় সরকারের সব নির্বাচনে পর্যায়ক্রমে ইভিএম ব্যবহার করা হবে। তবে সংসদ নির্বাচনে সীমিত আকারেও ইভিএম ব্যবহার হতে পারে। তবে এটা ইসির ব্যাপার। তাছাড়া প্রকল্পটির মাধ্যমে দেড় লাখ ইভিএম কিনতে আমরা তিন ধাপে টাকা দিবো ইসিকে।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে শুরু থেকে নীরব থাকালেও সংসদ নির্বাচনের কয়েক মাস আগে হঠাৎ ইসি ইভিএম নিয়ে তোড়জোড় শুরু করে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক বিতর্ক হচ্ছে। স্থানীয় নির্বাচনে ব্যবহার করলেও ইসি এতদিন বলে আসছিল, সব দলের সম্মতি না পেলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না।

কিন্তু ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যেই বড় পরিসরে ইভিএম ব্যবহারে একটি প্রকল্পের প্রস্তাব করেছে ইসি। পাশাপাশি সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য নির্বাচনী আইনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

কওমি মাদরাসা সনদের বিলের প্রতিবেদন সংসদে

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

 

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ