আওয়ার ইসলাম: সন্ত্রাস দমনের নামে গত ১১ বছর ইসরায়েলের ক্রমাগত হামলায় ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের বেশিরভাগ অবকাঠামো। পর্যাপ্ত মানবিক সহায়তার অভাবে বিপর্যস্ত গোটা অঞ্চল। এরই মধ্যে নতুন করে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সংকটে পড়েছে গাজার বাসিন্দারা।
একদিকে, গাজার নিয়ন্ত্রণে আছে হামাস অন্যদিকে রামাল্লাহর নিয়ন্ত্রণে প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথোরিটি, পিএনএ। কিন্তু ইসরায়েলের সাথে সমঝোতায় রাজি নয় কোন পক্ষ। অঞ্চলের অস্থিরতা নিয়ে একে অন্যকে দুষছে আরব জোট আর পশ্চিমা পরাশক্তিরাও।
এমন পরিস্থিতিতে আশার আলো দেখছে না বিপর্যস্ত গাজার লাখ লাখ মানুষ। ঔষধ সংকটে সেবা দিতে পারছে না হাসপাতালগুলো। পর্যাপ্ত অর্থায়নের অভাবে ১২ আগস্ট থেকে ক্যান্সারের চিকিৎসা পুরোপুরি বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ১৪৩টি ওষুধের মধ্যে প্রায় মজুদ নেই বেশিরভাগেরই। চলমান যুদ্ধের প্রভাবে ফিলিস্তিনের অর্থনীতি চূড়ান্তভাবে ধসের মুখে পড়তে যাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে বিশ্বব্যাংক।
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
নারী বাসিন্দা জানায়, আমাদের ওপর অবিচার হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের না খাইয়ে মারতে চায়। আমাদের শিক্ষা ও চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করতে চায়। আমরা আমাদের অধিকার ফিরে চাই, স্বাধীনতা চাই, নিজেদের জন্মভূমিতে ফিরে যেতে চাই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফিলিস্তিনের ত্রাণ সহায়তার সবচেয়ে বড় অংশের যোগান দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার পর সহায়তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ দিতে শুরু করে ট্রাম্প প্রশাসন।
ফিলিস্তিনের মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘের ত্রাণ তহবিলের যখন আরও পঁয়তাল্লিশ লাখ মার্কিন ডলার প্রয়োজন, তখনই ২০ কোটি মার্কিন ডলারের বার্ষিক বরাদ্দ বাতিলের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘও।
মানবিক সহায়তার বরাদ্দ বাতিলের মধ্যেই পশ্চিম তীর আর গাজার দেখা দিয়েছে পানি আর বিদ্যুৎ সংকট। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এলাকাবাসীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন তারা।
এদিকে জাতিসংঘ বলছে, গাজা সীমান্তে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করলে এ উপত্যকায় মানবিক বিপর্যয় আরও বাড়বে।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন-
আমি ওদের বলেছি আপনারা অালেমদের সাথে বসুন: এমপি আসলাম
সাদ সাহেবের অনুসারীরা ব্যক্তিপূজা করছেন: আল্লামা জুনায়েদ বাবুনগরী
এখন থেকে মিরপুর মারকাজ আলেমরা চালাবেন: ইলিয়াস মোল্লাহ
মিরপুরে চলছে ওয়াজাহাতি জোড়; বয়ান করছেন আলেমগণ
আরএম/