আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের আটজন নিহতের ঘটনা ঘটেছে।
দেশটির সরকারি গণমাধ্যম আল-বায়ানে বলা হয়, মঙ্গলবার আবুধাবির বানিয়াস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয়জন শিশু ও দুজন নারী রয়েছে। তারা ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদপত্রটি।
আবুধাবি কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে গত জানুয়ারিতে ফোজাইরাতে একই ধরনের অগ্নিকাণ্ডে সাত শিশু নিহত হয়।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর আগে আগুন নিয়ন্ত্রণে বলেছিলেন, দেশের প্রতিটি নাগরিকের ঘরে ফায়ার এলার্ম ব্যবস্থা স্থাপন করা হবে।
আমিরাতের প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর
-আরআর