সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ১ম পর্বে ডানপন্থী প্রার্থী জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ডানপন্থী প্রার্থী জাইর বোলসোনারো জয়ী হয়েছেন।

সরাসরি জয়ী হওয়ার জন্য ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তাকে আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় রাউন্ডে বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদাদের মুখোমুখি হতে হবে।

রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বের ভোটে বলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ফের্নান্দো হাদাজ ২৯ শতাংশ ভোট পেয়েছেন। বিবিসি

নির্বাচন পূর্ব জরিপগুলোতে আভাস পাওয়া  যায়, দ্বিতীয় পর্বে এগিয়ে থাকা  দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি  প্রতিযোগিতা হবে।

জেইর বোলসোনারোই প্রথম দফায় জয়ী হওয়ার পর বলেন,  ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ব্যবহারের কারণে সমস্যা না হলে তিনি নিশ্চিত ছিলেন, প্রথম দফায় তিনিই সরাসরি বিজয়ী হবেন।

ফলাফল ঘোষণার পর এক বিবৃতিতে তিনি  বলেন, এ ঘটনা না ঘটলে  আজ রাতেই আমরা জানতে পারতাম প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম।

অপরদিকে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলছে, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।  বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি।

নির্বাচনী প্রতিশ্রুতিতে ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধগুলো রক্ষার প্রতিশ্রুতি দিয়ে বহু ইভানজেলিক্যাল খ্রিস্টানের মন জয় করে নিয়েছিলেন প্রার্থী বোলসোনারো।

পাশাপাশি আইন ও এর প্রয়োগের বিষয়ে তার অবস্থানের কারণে বহু ভোটারের মনে এ ধারণা তৈরি হয়েছে যে তিনি ব্রাজিলকে নিরাপদ করে তুলতে পারবেন, ফলে তাদের সমর্থনও পেয়েছেন তিনি।

প্রথম পর্বের ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন তার দল ওয়ার্কার্স পার্টি ‘বন্দুক নয়, শুধু বির্তক ব্যবহার করবে’।

ব্রাজিলে বাস করে ১৭ লাখ মুসলিম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ