আওয়ার ইসলাম: সরকারি দফতরের জটিলতার কারণে আটকে আছে ৫০ হাজার শিক্ষকের বেতন। এ দুর্দশার শিকার হতে হচ্ছে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষাকেন্দ্রগুলোর শিক্ষকদের ।
ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ১৯০০ এমএসকে এবং ১৪ হাজার এসএসকে আছে। সেসব স্কুলগুলো চালায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
রাজ্যের সর্বশিক্ষা দফতর থেকে সে শিক্ষকদের বেতনের টাকা প্রথমে শিক্ষা দফতরে, সেখান থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে যায়।
কিন্তু গত দুই মাস ধরে শিক্ষা দফতর থেকে ওই টাকা পাঠানো হয়নি। ফলে সে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনো রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এসএসকে, এমএসকে চালায় না।
শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হবে।
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট
-আরআর