আওয়ার ইসলাম: আসাম পুলিশ ৩১ জন কথিত বাংলাদেশি গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৩ শিশু-কিশোর রয়েছে। গ্রেফতারকৃতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে আসাম পুলিশ।
সোমবার (১৫ অক্টোবর) ভারত পুলিশের বরাত দিয়ে স্থানীয় একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, গৌহাটির অনিরুদ্ধ নগর থেকে এদের গ্রেফতার করে আসামের রেল পুলিশ। গ্রেফতার হওয়া প্রত্যেকেই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা বলেও দাবি করা হয়।
একইভাবে বলা হয় গত বছর বছর ধরে অবৈধভাবে তারা আসামে বসবাস করছিল। গ্রেফতার করার আগে অবৈধনাগরিকদের কাছে ভারতীয় পরিচয়পত্র চাওয়া হলে কেউ তা দিতে পারেনি।
ঠিক এমন একটা বাস্তবতায় সোমবারই ৩১ জন বাংলাদেশিকে গ্রেফতারের কথা জানায় সে দেশের পুলিশ প্রশাসন। আর সেই দেশের পুলিশ প্রশাসনের উদ্বৃতি দিয়েই ভারতীয় গণমাধ্যম গুলো এই তথ্য প্রকাশ করছে।
আরও পড়ুন-একজন বক্তার কেমন হওয়া উচিৎ?
আরএম/