পাকিস্তান: ইমরান খানকে জেনারেল একে নিয়াজির সঙ্গে তুলনার জের ধরে পাকিস্তানের পার্লামেন্টে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদের মধ্যে তুমুল বিবাদ ও হাতাহাতির সৃষ্টি হয়।
এক পর্যায়ে স্পিকার দুই সাংসদকে বহিস্কার করতে বাধ্য হন। তারপর পরিস্থিতি শান্ত হয়ে আসে।
সোমবার জাতীয় পরিষদের এক অধিবেশন চলাকালে উত্তপ্ত কথা বিনিময় হলে হাতাহাতি পর্যন্ত চলে যায়।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সাজিয়া মারি তার বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে জেনারেল একে নিয়াজির সঙ্গে তুলনা করেন। এ থেকে কোন্দলের সূত্রপাত হয়।
সাজিয়া মারির বক্তব্যের প্রতিবাদ জানায় দেশটির সংসদীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী আলি মুহাম্মদ খান। এছাড়াও সরকারদলীয় সংসদ আব্দুল মাজেদ নিয়াজি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তিনি বিরোধীদলীয় নেতাকে উচ্চকন্ঠে শ্বাসাতে শুরু করেন। এতে বিরোধীদলীয় নেতারা উত্তেজিত হয়ে পরলে পার্লামেন্টে হৈচৈ শুরু হয়। বিবাদ হাতাহাতির পর্যায়ে চলে গেলে পরিস্থিতি সামাল দিতে স্পিকার দুই সংসদকে পার্লামেন্ট থেকে বহিস্কার করেন।
পরে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতুবী ঘোষণা করা হয়।
দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করছে সৌদি