সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


সাড়ে পাঁচ মাসে হাফেজা হলো ৯ বছরের ইভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র সাড়ে পাঁচ মাসে পবিত্র কুরআনে কারিমের ৩০ পারা হিফজ করে হাফেজা হয়েছে ৯ বছর বয়সী নুসরাত জাহান ইভা। অল্প বয়সে এমন বিরল সাফল্য অর্জন করায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

চট্টগ্রামের মিরসরাইয়ের দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানা থেকে এই কৃতিত্ব অর্জন করে ইভা। এর আগে তার বড় ভাই হাফেজ ইফতেখার আলম ১১ মাসে হাফেজ হয়েছিল। 

ইভা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিছ আলম মজুমদার ও নাছিমা আক্তার দম্পতির মেয়ে। তার বাবা ইদ্রিছ মিরসরাইয়ের বিএসআরএম কারখানায় চাকরির সুবাদে গত পাঁচ বছর ধরে উপজেলার বারইয়ারহাট এলাকায় বসবাস করছেন।

‎রোববার (১৮ জানুয়ারি) মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে ইভার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ইভার বাবা ইদ্রিছ আলম মজুমদার বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল ছেলে-মেয়ে দুজনকেই কোরআনে হাফেজ বানাব। আল্লাহর অশেষ রহমতে তা পূরণ হয়েছে। আমার ছেলে ১১ মাসে আর মেয়ে মাত্র ৫ মাস ১১ দিনে হেফজ সম্পন্ন করেছে। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ