আওয়ার ইসলাম: কয়েক দশক ধরে চলে আসা যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানের জন্য নতুন খবর তালেবানদের শান্তি আলোচনা। মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া ও তালেবানের শান্তি আলোচনা দেশটির জন্য কোনো শুভ সংবাদ বয়ে আনবে কি?
বিবিসি সূত্রে জানা যায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের উদ্বোধনীর মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে আফগান সরকারি প্রতিনিধিরা ছাড়াও আঞ্চলিক শক্তিগুলোও অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান, ভারত ও চীনের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন বহু প্রতীক্ষিত এ সম্মেলনটিতে।
বিবিসির বিশ্লেষক জিল ম্যাকগিভারিং বলছেন, এ থেকে কোন চটজলদি ফল আসবে বলে কেউ আশা করছেন না। তবে তালেবান ও আফগান সরকার যে একটি সম্মেলন কক্ষে শান্তি আলোচনার জন্য বসেছেন, এটাই তাৎপর্যপূর্ণ ঘটনা।
রাশিয়ার যোগাযোগ ও তৎপরতার মাধ্যমে আলোচনায় আসা শান্তি আলোচনা জন্য অন্যান্য দেশগুলোও শরিক হয়েছে। এ যাবত ১২টি অংশ গ্রহণ করেছেন শান্তি আলোচনার এ বর্ণাঢ্য আয়োজনে।
এর আগে রাশিয়ার শুরু করা এই শান্তি আলোচনার প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র। তারা তালেবানের সঙ্গে নিজস্ব উদ্যোগে সরাসরি আলোচনা চালাচ্ছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিকে মস্কো পাঠায়।
ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের একটি শহর পুড়ে ছাই
এসএস