আওয়ার ইসলাম: বাসস্টপ বা স্টেশনে চলন্ত বাস বা ট্রেন ধরতে ছুটছেন কিছু মানুষ। এমন দৃশ্য হরহামেশায় চোখে পড়ে। কিন্তু রানওয়েতে ছুটতে শুরু করা বিমান ধরতে ছুটছে কেউ, এমন দৃশ্য বিরল।
আর সেই বিরল দৃশ্যের দেখা মিললো ইন্দোনেশিয়ার বালির নঙ্গুরা রাই বিমানবন্দরে। হানা নামে এক নারীকে দেখা গেলো রানওয়ে ছাড়তে শুরু করা বিমান ধরতে এর পিছন পিছন দৌড়াতে।
চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে এনডিটিভি অনলাইন বলছে, বিমান ছাড়ার তখন মিনিট দশেক বাকি। ঝড়ের গতিতে বিমানবন্দরে ঢুকলেন নারী। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে, সবাইকে সরিয়ে বোর্ডিং গেট দিয়ে সোজা ভেতরে চলে গেলেন। ততক্ষণে রানওয়েতে চাকা ঘুরতে শুরু করেছে বিমানের।
কিন্তু ওই নারী পরের ফ্লাইটের জন্য অপেক্ষায় গেলেন না। সবাইকে অবাক করে দিয়ে রানওয়ে বরাবর বিমানের পেছন পেছন ছুটতে শুরু করলেন!
চ্যানেল নিউজ এশিয়ার খবর বলছে, হানা নামের ওই নারী বালির নঙ্গুরা রাই বিমানবন্দরে নিজের ফ্লাইট ধরার জন্য নির্ধারিত সময়ের কিছুটা পরে এসে উপস্থিত হন। তার বালি থেকে জাকার্তা যাওয়ার জন্য সিটিলিঙ্কের বিমান ধরার কথা ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে তিন বার ডাকার পরও তিনি বিমানবন্দরের বোর্ডিং গেটে আসেননি। ফলে নির্দিষ্ট সময়ে তাকে না নিয়েই ছেড়ে যায় বিমান। এর পরেই ওই কাণ্ড ঘটান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যায়, ওই নারী প্লেনের পেছনে দৌড়ে যাচ্ছেন। তিনি দৌড়াতে শুরু করলে তিন জন বিমানকর্মী তাকে ধরে রাখার চেষ্টা শুরু করে।
এক বিমানকর্মী বলেন, ‘সকাল ৭ টা ১০ মিনিট নাগাদ ওই নারী বোর্ডিং গেট দিয়ে প্রবেশ করে বিমান ধরার জন্য দৌড়াতে শুরু করেন। জাকার্তাগামী বিমানটির ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৭টা ২০ মিনিটে।
সিটিলিঙ্কের এক কর্মী ও বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী তাকে আটকান। প্লেনটা তার মধ্যেই নড়তে শুরু করে দিয়েছিল। ধস্তাধস্তিতে ওই যাত্রী মাটিতে পড়ে যান।’
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, পরে জাকার্তাগামী অন্য এক বিমানে হানাকে জাকার্তা পাঠিয়ে দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি