সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

দারিদ্র বিমোচনে চীনের পদ্ধতিতে হাঁটবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চীনের দারিদ্র্য বিমোচনের পদ্ধতি ও অভিজ্ঞতাগুলি ব্যবহার করবে পাকিস্তান।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, সম্প্রতি দারিদ্রতা দূরীকরণ বিষয়ক এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের দারিদ্র দূরীকরণে চীনের পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছেন।

এ বিষয়ে তিনি বলেন, চীন দারিদ্র বিমোচনের নতুন পদ্ধতি অবলমম্বন করে প্রায় ৭ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে মুক্তি দিয়েছে। আমরাও চীনের পদ্ধতি ও অভিজ্ঞতা কাজে লাগাতে চাচ্ছি।

প্রধানমন্ত্রী ইমরান খান আরো বলেন, এরই মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশও দেয়া হয়েছে।

দারিদ্র্য নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকের ভাষণে ইমরান খান আরো বলেন, সরকার দারিদ্র্য নিরসনের নীতি প্রণয়ন করছে। দারিদ্র্য দূরীকরণে মালয়েশিয়া ও চীনের অভিজ্ঞতাকে মাইল ফলক হিসেবে নেয়া হবে।

তিনি বলেন, চীন দারিদ্র্য সীমা থেকে মধ্যবিত্তে তুলে এনেছে অনেক মানুষকে। আমরাও সফল হবো। দারিদ্র্যসীমার নিচে যারা আছে তাদেরকে তাদের মত করে কাজে লাগাতে হবে। তাদের কর্মসংস্থান ও বেকারত্বের অবস্থার পরিবর্তন করলে দারিদ্র্যের অবসান ঘটানো সম্ভব হবে।

জাতীয় নীতি ঘোষণা করার কথা বলে এ লক্ষ্যে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে জোর দেন তিনি। নীতি নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেন।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ