আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ভারতে জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরান ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারতে জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা রেখেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল অ্যাটাশে আলী দেহগাহী। অনুষ্ঠানে ১১৬ জন হাফেজ, কারি একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন।
জানা যায়, ৩৬ জন হেফজ বিভাগে এবং ৮০ জন তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করেছেন। উক্ত কুরআন প্রতিযোগিতায় ভারতের ৩ জন বিচারক এবং ইরানের ২ জন বিচারক বিচারকার্য পরিচালনায় ছিলেন।
বিচারকগণ হচ্ছে হায়দ্রাবাদের নাসিরুদ্দিন, মুম্বাইয়ের মোহাম্মাদ ইমরান ও আযাদার আব্বাস খান এবং ইরানের রেজা মোহাম্মাদ পুর ও মাহদী আব্বাসী।