সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

‘জনগণ এ রাষ্ট্রের মালিক’ ধারণাকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের ইশতেহার চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেরহার তৈরি হচ্ছে। আগামী রোববার ইশতেহার চূড়ান্ত হবে বলে জানিয়ছেন ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও নাগরিক ঐক্যের নেতা মুমিনুল ইসলাম।

‘জনগণ এ রাষ্ট্রের মালিক’- এ ধারণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এ ইশতেহার। বাংলাদেশকে একটি রেইনবো ন্যাশন বা রংধনু জাতিতে পরিণত করার প্রত্যয়ে সব মত ও পথ নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষনাও থাকবে ইশতেহারে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০-এর আলোকেই তৈরি হচ্ছে এ ইশতেহার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রণীত ইশতেহারে সরকার, সংসদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, কৃষি, পররাষ্ট্রনীতিসহ সরকারের প্রতিটি সেক্টরকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।

সুশাসন, স্বচ্ছতা ও স্ব অবস্থান- এ তিন অঙ্গীকারের মধ্যে দিয়ে নবধারার রাজনীতি ও সরকার গঠনের প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। থাকছে নতুন নতুন চমক ও অঙ্গীকার।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, ইশতেহার প্রণয়ন কমিটিতে রাজনীতিবিদ ছাড়াও রয়েছেন শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষিসহ গুরুত্বপূর্ণ খাতের বিশেষজ্ঞ। ইতোমধ্যে ‘দেশের মালিক জনগণ, ধানের শীষে ভোট দিন’; ‘দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে, আনবে পারিবর্তন জাতীয় ঐক্যফ্রন্ট’ তিনটি স্লোগানের খসড়া তৈরি হয়েছে।

এছাড়া শান্তি ও কল্যাণকর সংসদীয় গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র তৈরির জন্য জাতির উদ্দেশে ৫ প্রতিশ্রুতি ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের প্রাথমিক খসড়ায় রয়েছে। যা ইশতেহার প্রণয়ন কমিটিতে যুক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রস্তাব করেছেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের ইশতেহার প্রস্তুত হচ্ছে। বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ কে গুরুত্ব দিয়ে এই ইশতেহার তৈরি হচ্ছে।

ঐক্যফ্রন্টের নেতাদের নিয়ে গঠিত এ ইশতেহারে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত উন্নয়ন, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, তরুণদের গুরুত্ব, বেকারত্ব হ্রাস, সম্পদের সমবণ্টন ইত্যাদি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ