আওয়ার ইসলাম: আফগানিস্তানে চলমান সংঘাত অবসানের ব্যাপারে তালেবান আন্তরিক নয় বলে জানিয়েছেন দেশটির জাতীয়ঐক্যের সরকারের নির্বাহী পরিষদের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ।
বুধবার তালেবানদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে আবদুল্লাহ বলেন, ‘আফগানিস্তানে নতুন করে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে আমেরিকার প্রচেষ্টা সত্ত্বেও এ বিষয়ে তালেবান এখনো কোনো আন্তরিকতা দেখায়নি।’
ফ্রান্সের প্যারিসে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদুল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তবে আমাদের অভিজ্ঞতা বলছে, এ শান্তি প্রক্রিয়ার অংশ নেওয়ার ব্যাপারে তালেবান এখন পর্যন্ত গভীর আন্তরিকতা প্রদর্শন করেনি।’
তালেবানকে হারানো সম্ভব নয়: মার্কিন কমান্ডার