আওয়ার ইসলাম: সেনাবাহিনী ও আদালতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দায়ে পাকিস্তানে ধর্মান্তরিত নারী আসিয়া বিবি ইস্যুতে আন্দোলনকারী সংগঠন তাহরিকে লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) উপদেষ্টা পীর আফজল কাদেরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দলটির শীর্ষ নেতা খাদেম হুসাইন রেজভীকে।
খাদেম হুসাইন রেজভীর গ্রেফতার হওয়ার সত্যতা স্বীকার করেছে তার পরিবার ।
এদিকে গুজরাত পুলিশ তাহরিকে লাব্বাইকের কেন্দ্রীয় উপদেষ্টা পীর আফজল কাদেরীর বিরুদ্ধে মুকাদ্দিমা দায়ের করেছে। করাচি, পেশোয়ার, লাহোর, গুজরানওলাসহ রাষ্ট্রের বিভিন্ন স্থানে তাহরিকে লাব্বাইকের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রেক-ডাউন শুরু হয়ে গেছে।
কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী তার টুইটারে খাদেম রেজভীর ব্যাপারে বলেন, খাদেম হুসাইন রেজভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে মেহমানখানায় স্থানান্তরিত করা হয়েছে।
টিএলপির এক নেতা জানিয়েছেন, খাদেম হুসাইন রেজভীকে তার লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।
রেজভীর পুত্র সাদ এক বিবৃতিতে দাবি করেছেন, তার পিতা ছাড়াও সংগঠনের সব জেলা প্রতিনিধিদেরও গ্রেফতার করেছে পুলিশ।
গত মাসে ধর্মান্তরিত নারী আসিয়া বিবিকে ধর্ম অবমাননার মামলায় সুপ্রিমকোর্টের পক্ষ থেকে খালাস ঘোষনা দেয়ার কারণে তাহরিকে লাব্বাইক দেশজুড়ে অবরোধ শুরু শুরু।
এর পরিপ্রেক্ষিতে তাহরিকে লাব্বাইক, কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাব সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুত্তিতে ‘এক্সিট কন্ট্রোল লিস্টে’ আসিয়া বিবির নাম ওঠানোর ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়। এরপরই গতকাল লাব্বাইক নেতার মন্তব্যকে কেন্দ্র করে এ ক্রেক-ডাউন শুরু হয়।
সূত্র : ডেইলি জঙ্গ