আবদুল্লাহ তামিম
ইরাকে ভারী বৃষ্টি, ঝড় ও বন্যায় ৯ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শিরকাত জেলায় এ ঘটনা ঘটনা।
শিরকাত জেলার মেয়র আলি দোদাহ জানান, দুর্যোগ থেকে বাঁচাতে অন্তত পাঁচ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেশিরভাগ বাড়িতে কাদা জমে থাকায় পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত বাড়ি ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদির নির্দেশে দুর্গত এলাকায় এরই মধ্যে উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার।
সূত্র: আনাদোলু এজেন্সি