আবদুল্লাহ তামিম
ভারতের গুজরাট রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের চিহ্নিত করতে গোপনে জরিপ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বর্তমান বিজেপি সরকার এমন উদ্যোগের কথাএকটি সংবাদপত্রে প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজ্যের মুসলিম সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ডন নিউজ।
সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এ ধরনের কাজ সত্যিই অবাক করার মত। এখানে সরকারের এমন আচরণ দেখে বেশ আতঙ্কিত রাজ্যের বেশীরভাগ শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
যদিও তারা এ বিষয়ে মুখ খুলতে একদমই নারাজ। তবে এ কাজকে সম্পূর্ণ ‘সংবিধান বিরোধী’ বলেও মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী নেতাদের অনেকে।
মুসলমান শিক্ষার্থীদের চিহ্নিতকরণের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বোর্ড পরীক্ষার ফরম পূরণের সময় পরীক্ষার্থী মুসলিম কিনা তা জানতে চাওয়া হয়েছে।
রাজ্যের মুসলিম শিক্ষার্থীদের অবিভাবকের প্রশ্ন, কেন সরকার এসব তথ্য সংগ্রহ করছে? এই তথ্যের অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা অনেকের।
ইন্টারে শ্রেণিতে পড়ুয়া এক মুসলিম শিক্ষার্থীর বাবা রুস্তম আলী বলেন, ‘ব্যাপারটা আমাদের অবাক করার মতো। অনলাইন ফরমের তথ্য যদি অন্য কাজে লাগানো হয়, তাই খুব ভয় হচ্ছে।’
প্রসঙ্গত, এ ঘটনায় উদ্বিগ্ন জিগ্নেশ মে বাণী, হার্দিক পাটেলের মতো রাজ্যের বিরোধী নেতারা। তাদের মতে, গুজরাট সরকার মুখে জাতীয়তাবাদের কথা বললেও ঠিক এভাবেই তারা ধর্মের নামে ভাগাভাগি করছে।
সূত্র: ডন নিউজ, আনন্দবাজার