সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

অর্থমন্ত্রীর দশ বছরে সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রী থাকাকালে গত দশ বছরে আমার সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ টাকার। বর্তমানে আমার মোট সম্পত্তির পরিমাণ হয়েছে ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকার। বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি আরো বলেন, আমি মন্ত্রী হওয়ার আগে আমার সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৪ লাখ টাকার মতো।
সোমবার সচিবালয়ে নিজের ব্যক্তিগত কর হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ব্যক্তিগত আয়ের বিবরণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আমি সরকার থেকে ১০ লাখ ৬৭ হাজার ৫৮০ টাকা পাই। কমিশন থেকে পাই ১ লাখ ২৫ হাজার ৩৪২ টাকা। মেইনটেন্যান্স থেকে পাই ২ লাখ ৬৮ হাজার ৯৭৮ টাকা। ইউএস ডলার বন্ড থেকে পাই ১ লাখ ৫৮ হাজার ১৭০ টাকা। ডিভিডেন্ট থেকে পাই ১৬ হাজার ৯২৩ টাকা। মোট আয় হয় ১৬ লাখ ৩০ হাজার ৯৯৩ টাকা।’

আবুল মাল তার আয়করের বিবরণ দিতে গিয়ে বলেন, এ বছর (২০১৮-২০১৯ অর্থবছর) আমার মোট আয় হয়েছে ১৭ লাখ ৯৭ হাজার ৩৪৮ টাকা। এটা ট্যাক্সেবল ইনকাম। আর নন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ১৬ লাখ ৩০ হাজার টাকা। মোট আয় হয়েছে ৩৪ লাখ ২৮ হাজার টাকা।

তিনি আরো বলেন, এ বছর আমাকে মোট আয়কর দিতে হবে ২ লাখ ২৭ হাজার ৯২১ টাকা। এর মধ্যে আগেই ১ লাখ ৫৪ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৬৮ হাজার ৪৭৮ টাকা কর আজ দিচ্ছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ