রোকন হারুন: মিশরের শিক্ষামন্ত্রী তারিক শোকি বলেন, প্রথমবারের মতো মুসলমান ও খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য একটি ধর্মীয় বই পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে এ ধর্মীয় বইটি যথাযথ পাঠদান শুরু হবে।
এ বইটি সকল শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টিতে সহায়ক হবে। তাদের শিক্ষা যেন দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে সেজন্যই আমাদের এ পরিকল্পনা।
তিনি অারো বলেন, মিশরে ইতির্পূবে এমন কৃতিত্বের কোনো রেকর্ড নেই, প্রাথমিক বিদ্যালয়ে এই বইটি শিক্ষা দেয়ার ক্ষেত্রে কেউ আপত্তি প্রকাশ করেনি। যা আমাদের জন্য আশার আলো।
মিশরের সংসদীয় শিক্ষা-কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠককালে তারিক শোকি বলেন, ছাত্রদের উন্নত-মনস্ক তৈরি করতে, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এবং নৈতিকতা বৃদ্ধি করার লক্ষ্যে মিশরের শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী মাসে মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় শিক্ষকদের জন্য একটি নিবিড় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।