আওয়ার ইসলাম: মিসরে গেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। আঞ্চলিক সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর মিশরে গেছেন তিনি।
সোমবার (২৬ নভেম্বর) কায়রো বিমানবন্দরে পৌঁছালে মুহাম্মদ বিন সালমানকে অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংকট শুরু হওয়ার পর সরকারিভাবে এটিই যুবরাজের প্রথম বিদেশ সফর।
গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক সফর শুরু করেন। এদিন সংযুক্ত আরব আমিরাতে যান তিনি। রবিবার (২৫ নভেম্বর) আমিরাত থেকে বাহরাইনে যান তিনি। এর একদিন পর মিসর সফরে গেছেন তিনি।
সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সন্দেহের তীর উঠেছে সৌদি যুবরাজের দিকেও। এ ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। এর মধ্যেই আঞ্চলিক সফর শুরু করেছেন সৌদি যুবরাজ বিন সালমান।
এর অংশ হিসেবে মঙ্গলবার তিউনিসিয়ায় যাবেন তিনি। আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি টুয়েন্টি সম্মেলনেও তার যোগ দেওয়ার কথা।
উল্লেখ্য, ৫৯ বছর বয়সী খাশোগি একসময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদি যুবরাজের কঠোর সমালোচকে পরিণত হন। গ্রেফতার এড়াতে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাচনে চলে যান খাশোগি।
দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন খাশোগি।
প্রথমে অস্বীকার করলেও পরে খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি আরব জানায়,ইস্তানবুলের কনস্যুলেটে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে খুন হন তিনি।
এ ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। তবে সৌদি কর্তৃপক্ষ সে অভিযোগ নাকচ করে আসছে।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান খাশোগি হত্যার ঘটনায় সরাসরি সৌদি যুবরাজকে দায়ী না করলেও তিনি দাবি করেছেন,সৌদি আরবের ‘শীর্ষ পর্যায়’ থেকে হত্যার নির্দেশ এসেছে।
-আরব নিউজ