আওয়ার ইসলাম: ভারত-পাকিস্তানের মধ্যে ভিসাহীন করিডর ব্যবস্থার উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এই ব্যবস্থা চালু করেন তিনি। এ সময় ভারতের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের কর্তাপুরের গুরুদুয়ারা এবং ভারতের ডেরা বাবা নানকের মধ্যে ভিসাহীন এই ব্যবস্থা চালু হলো। দুটি জায়গার মধ্যে দূরত্ব ৬ কিলোমিটার।
ভিসাহীন করিডর ব্যবস্থা চালুর ফলে শিখ তীর্থযাত্রীরা পবিত্র এই শহর দুটির মধ্যে কোনও ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
এ সম্পর্কে ইমরান খান বলেন, অতীতে আমাদের উভয়ই পক্ষেরই অনেক ভুল ছিল। কিন্তু অতীতের শৃঙ্খল ভাঙতে না পারলে আমরা কোনওভাবেই সামনে এগোতে পারবো না। অতীত শুধু শিক্ষা নেয়ার জন্য, অতীত বেঁচে থাকার জন্য নয়। সূত্র: খালিজ টাইমস।