আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে বহুল আলোচিত ও প্রতীক্ষিত মুক্তবাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়া।
রাশিয়া সংসদের নিম্নকক্ষ দুমা ও ফেডারেল অ্যাসেম্বলিতে আলোচিত এই চুক্তির অনুমোদন দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আইনি বডিতে চুক্তি অনুমোদনের পর সেটি চূড়ান্ত করেন তিনি।
এ চুক্তির ফলে এখন রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে ইরানের যুক্ত হতে আর কোনও বাধা থাকলো না। প্রেসিডেন্ট পুতিনের অনুমোদনের পরই রাশিয়ার নিয়ম অনুযায়ী চুক্তিটি ফেডারেল আইনে পরিণত হয়ে যায়। ফলে এখন সবাই এটি মানতে বাধ্য থাকবে। এরইমধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে চুক্তিটি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।
রাশিয়ার নিয়তন্ত্রনাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে এতদিন রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজিস্তান এই পাঁচটি দেশের নাম ছিল। এবার সেই ইউনিয়নে প্রবেশের পথ খুঁজে পেলো ইরান।