সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করতে চান থেরেসা মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেন ইস্যুতে কথা বলতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

এ ব্যাপারে থেরেসা মে বলেন, ‘সৌদি আরবের যুবরাজের সঙ্গে কথা বলতে চাই। তার সঙ্গে জামাল খাশোগির ঘটনা ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে কথা বলবো। যারা ওই ঘটনার জন্য দায়ী, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি করবো।’

ইয়েমেন ইস্যু নিয়ে থেরেসা মে বলেন, ‘সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এই সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই।’

আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। গুঞ্জন ছিল, এখানে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তবে শেষপর্যন্ত জানা গেছে, তেমন কোনো বৈঠক হচ্ছে না।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুহাম্মদ বিন সালমানের। এরই মধ্যে জানা গেলো, এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীও তার সঙ্গে কথা বলতে আগ্রহী।

জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে সৌদি আরবের।  ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসে মুহাম্মদ বিন সালমানের। যদিও যুবরাজের দাবি, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ