সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে: ড. কমাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণই এগিয়ে আসতে হবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ  শনিবার বিকাল ৩টার পরপরই জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনটি শুরু হয়। সম্মেলনে তিনি বলেন, আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। আমাদের কাছে মানুষ বলেছে মানুষ পরিবর্তন চায়। মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। মানুষ যেনো ভোট দেয় সেটা আপনারা নিনিশ্চত করুন।

জনগন যেনো সচেতনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে মিডিয়ার  ভূমিকা অনেক বেশি। নির্বাচন অবাদ ও সুষ্ঠু হচ্ছে কি না এটা মিডিয়া যেনো ধরিয়ে দেয় এটাই তাদের দায়িত্ব।

এদেশের মানুষ অবাদ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা ইতিহাস থেকে দেখেছি, ঐক্যবদ্ধ নির্বাচনেই আসলে জনোগণ কামনা করে।

তিনি আরো বলেন, তিনি বলেন, জনগণকে সক্রিয়ভাবে দেশ শাসনে অংশগ্রহণ করতে হবে। শুধু একদিন ভোট দিয়ে তাদের দায়িত্ব শেষ হয় না। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মালিকরা যদি তাদের সঠিক প্রতিনিধি নির্বাচন না করেন, তবে তারা বঞ্চিত হন। সেই দায়িত্ব মনে রেখে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বাচন যেন সুষ্ঠভাবে হয়, সেটা জনসাধারণকে মালিক হিসেবে পাহারা দিতে হবে।

তিনি আরো বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনকে বাধা দেয়া হবে বলে শোনা যাচ্ছে। বাধা দিলে নির্বাচনের প্রক্রিয়াকে রক্ষা করতে হবে। বুথ খোলার সঙ্গে সঙ্গে আপনারা সেখানে উপস্থিত হবেন। পরিবারকে নিয়ে ভোট দেবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ