আওয়ার ইসলাম: মিয়ানমারের রোহিঙ্গা অঞ্চল রাখাইন প্রদেশে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে রাখাইনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি।
দেশটির সেনাবাহিনী প্রধানের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রাখাইনের বুথিডং ও রাথেডং এলাকায় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হলে সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সদস্য নিহত হন।
তবে বিবৃতিতে কতজন সেনা নিহত হয়েছেন তা প্রকাশ করা হয়নি।
এদিকে সেনা সদস্যরাও চারজন আরাকান আর্মির সদস্যকে হত্যা এবং তাদের এম-২২ রাইফেল জব্দ করেছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদের একটি সংগঠন। এরা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করছে।
তবে এর আগেও আরাকান আর্মির হামলার অভিযোগ করে দেশটি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালায়। তাই গতকারের মিয়ানমার সেনা নিহতের খবর বাস্তব না তাদের পরিকল্পিত কোনো ঘটনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
আরআর