সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

কিভাবে কাটতে হয়, আমি জানি: খাশোগির ‘খুনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২ অক্টোবর প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহের জন্য ইস্তাম্বুলে সৌদি আরবের দূতাবাসে ঢুকেছিলেন সাংবাদিক জামাল খাশেগি। পরে আর তাকে দেখা যায়নি। চাপের মুখে সৌদি সরকার স্বীকার করে, দূতাবাসের মধ্যেই খুন হয়েছিলেন খাশোগি। খুনিদের কণ্ঠস্বর অডিও রেকর্ডে ধরে রেখেছিল কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সেই ক্যাসেট এসেছে তুরস্ক সরকারের হাতে। তাতে শোনা যায়, একজন বলছে, ‘কীভাবে মানুষ কাটতে হয়, আমি তা ভালোই জানি’।

শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, ওই অডিও টেপ তুলে দেওয়া হয়েছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সরকারের হাতে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগির মৃত্যু নিয়ে সৌদি কর্তৃপক্ষ যেভাবে বার বার বক্তব্য বদল করেছে, তারও সমালোচনা করেন তিনি।

তার কথায়, ‘সৌদি আরব আগে বলেছিল, খাশোগি দূতাবাস থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে তিনি কোথায় গিয়েছেন আমাদের জানা নেই। তিনি তো শিশু নন যে রাস্তা হারিয়ে ফেলবেন।’
তিনি আরও বলেন, ‘পরে সাংবাদিকের মৃত্যু নিয়ে যখন সৌদি আরবের ওপরে চাপ সৃষ্টি হলো, তখন সেদেশের সরকার বললো, খাশোগির মৃত্যুর কথা মুহাম্মদ বিন সালমান জানতেন না। এখন বলছে, তিনি দূতাবাসে ঢোকার পরে কয়েকজন তাকে বোঝাচ্ছিল, আপনি সৌদিতে চলুন। তিনি রাজি হননি। ধস্তাধস্তির সময় খাশোগি মারা যান। তাকে খুন করা উদ্দেশ্য ছিল না।’

অডিও টেপ সম্পর্কে এরদোগান বলেন, ‘এখন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, কানাডা, সব দেশের সরকার শুনছে, একজন খুব স্পষ্ট বলেছিল, আমি জানি কীভাবে মানুষকে কাটতে হয়।’ অডিও টেপে আর কী আছে তিনি জানাননি।

খাশোগি সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন। সালমানই কার্যত সৌদি আরবের শাসক। খাশোগির মৃত্যুর জন্য তাকে দায়ী করেছেন অনেকে। সাংবাদিক খুন হয়েছেন জানাজানি হওয়ার পরে বিশ্বের অনেক দেশ সৌদি আরবের নিন্দা করেছিল। এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সালমানের পক্ষে কথা বলেছিলেন। সেজন্য আমেরিকার সিনেট তাকে তিরস্কার করেছে। কোনও প্রেসিডেন্টকে সিনেটের তিরস্কার করা বিরল ঘটনা।

ইস্তানবুলের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, সৌদি কনসুলেটের ভেতরে গলা টিপে হত্যা করা হয়েছিল খাশোগিকে। তার দেহ পাওয়া যায়নি। অডিও টেপে শোনা গিয়েছে, খাসোগি বলছেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না।

একটি সূত্র জানায়, খাসোগির দেহ টুকরো টুকরো করে কেটে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দেহটি কাটার সময়ই সম্ভবত খুনি বলেছিল, কীভাবে মানুষকে কাটতে হয় আমি জানি। সূত্র– দ্য মিডল ইস্ট আই, এনডিটিভি ও দ্য ওয়াল।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ