মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মানুষের বেঁচে থাকার সব অবলম্বন ভেঙে ফেলা হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে সর্বগ্রাসী স্বৈরতন্ত্রে কোনও প্রতিষ্ঠানই তার স্বাধীনতা রক্ষা করতে পারছে না। সরকারের কারসাজিতে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। সরকারি সন্ত্রাসের প্রকোপে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলো স্বাচ্ছন্দ্যে তাদের কর্তব্য পালন করতে পারছে না। মানুষের বেঁচে থাকার সব অবলম্বনকে ভেঙে ফেলা হয়েছে।’

বুধবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘জনবিচ্ছিন্ন অবৈধ সরকার সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে পুলিশকে দিয়ে নির্বাচনে কারচুপির নীল-নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। পুলিশের সদর দফতরে দিন-রাত দফায় দফায় বৈঠক চলছে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর আছে, নৌকার বিজয় ছিনিয়ে দিতে পারলে পুলিশের এসি, এডিসি, ওসিদের প্রোমোশন এবং নগদ অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নির্দেশনা কার্যকরের তদারকি করতে পুলিশ হেড কোয়ার্টারে মনিটরিং সেল খোলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি, পুলিশের সদর দফতরে বসে যারা কুপরিকল্পনা করছে, তাদেরকে অবিলম্বে সরিয়ে দিতে হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ