রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


গণফোরামের নির্বাচিত দুই সদস্য শপথ নেবে না: মন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেছেন,  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শিগগিরই কর্মসূচি দেয়া হবে। আমরা চলতি নির্বাচন প্রত্যাখ্যান করেছি।

তিনি বলেন, আমরা গত নির্বাচনে যে বিপর্যয় হয়েছে তা নিয়ে আলোচনা করেছি। আগামী ৮ জানুয়ারি আবার আমরা বসবো, বসে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৬ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা বলেন।

গণফোরামের সদস্যদের শপথ নেয়ার ব্যাপারে ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না। আমরা সবসময় এ নির্বাচন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছি। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

এর আগে দুপুর পৌনে ১২টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ