শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


সাভারে লোকাল বাসে নারীর মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লোকাল বাস থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ি এলাকায় মোহনা পরিবহনের একটি বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম দুঃখিনি বেগম। তিনি বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের মুহাম্মদ হোসেনের স্ত্রী।

আশুলিয়া থানার এসআই ফুল মিঞা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ নারী বাসে উঠতে গিয়ে আহত হয়ে মারা যান। পরে চালক ও হেলপার তাকে বাসে রেখে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই ফুল মিঞা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ