আবদুল্লাহ তামিম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার চার সন্তানের জননী পারুল বেগমকে দেখতে গিয়েছেন বাংলাদেশ যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।
আজ সোমবার সকাল দশটায় নোয়াখালীর সদর হাসপাতালে নির্যাতিতা এ মাকে দেখতে যান তিনি। সঙ্গে ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা ফজলুর রহমানসহ আরো অনেক নের্তৃবৃন্দ।
নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিতা এ মাকে দেখে ফিরে এসে তার এক ফেসবুক বার্তায় তিনি বলেন, সুবর্ণচরের নিপিড়িতা পারুল বেগম শুধুই একজন নারীর নাম নয় বরং নিপীড়িত বাংলার এক কলঙ্কিত অধ্যায়।
ফেসবুক বার্তায় তিনি আরো বলেন, প্রকৃত অর্থে নোয়াখালীর সুবর্ণচরে শুধু পারুল বেগমই ধর্ষিতা হননি, তিনি একাই নির্যাতনের শিকার হননি, হয়েছে মূলত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ আর বাংলাদেশের ষোল কোটি মানুষ৷
নোয়াখালীর সদর হাসপাতালে পারুল বেগমকে দেখে ফেরার সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিষ্পাপ শিশুগুলোর মায়ের আশু রোগমুক্তি ও এ পরিবারটির জন্য ধৈর্য আর পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়াবার জন্য উপস্থিত সবাইকে নিয়ে তিনি দোয়া করেন।
-এটি