রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসা ও ইয়াতীমখানা’ শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কাজ আরও গতিশীল করতে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে।
পদের বিবরণ ও যোগ্যতা:
১. পদের নাম: নাজেমে তালিমাত (শিক্ষাসচিব)
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে হাফেজে কুরআন হওয়ার পাশাপাশি দেশের যেকোনো স্বনামধন্য ক্বাওমি মাদরাসা হতে দাওরায়ে হাদীস ও ইফতায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। (মুমতাজ ও সিরিয়াল প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে)।
- অভিজ্ঞতা: স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ৩-৫ বছর হাদীস পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া নাযেমে তালীমাত পদে কমপক্ষে ৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কম্পিউটারে পারদর্শী হওয়া আবশ্যক।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
২. পদের নাম: হিসাব কর্মকর্তা (Accountant)
- শিক্ষাগত যোগ্যতা: সাধারণ শিক্ষায় বি.কম অথবা বিবিএ পাস হতে হবে।
- প্রযুক্তিগত জ্ঞান: কম্পিউটার পরিচালনায় (MS Word ও Excel) বিশেষ পারদর্শী হওয়া আবশ্যক।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। (মাদরাসাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সাথে নিচের নথিপত্রগুলো সংযুক্ত করতে হবে:
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (বায়োডাটা)।
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
- সক্রিয় ফোন নাম্বার ও ই-মেইল।
আবেদন জমা দেওয়ার মাধ্যম:
আবেদনপত্র সরাসরি জামিয়া দারুস সুন্নাহর অফিস কক্ষে অথবা নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে:
- হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৯১৩২৫৫৩৬৫
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:
- আবেদন পাঠানোর শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ ইং।
- সাক্ষাৎকারের সময়: ৩১ জানুয়ারি ২০২৬ ইং, সকাল ৯টা।
- সাক্ষাৎকারের স্থান: জামিয়ার অফিস কক্ষ।
ঠিকানা: জামিয়া দারুস্ সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসা ও ইয়াতীমখানা ১/১/এ মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭। বিশেষ প্রয়োজনে যোগাযোগ: ০১৭৮১১১৩৬৩৫
আরএইচ/