শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


শ্রীমঙ্গলে ৫ ঘণ্টা ব্যবধানে পিতা পুত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই দিনে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবব্রত চৌধুরী বিলু (৪৭) মারা যান। তার ৫ ঘণ্টা পর তার পিতা অরুন চৌধুরী (৯৭) মৃত্যুবরণ করেন।

শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলাইয়ের ছোট ভাই তিনি। মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার সাভারে এনাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অপর দিকে ঢাকার অপর একটি হাসপাতালে ৫ ঘণ্টা ব্যবধানে পিতা অরুন চৌধুরী বার্ধক্যজনিত কারণে যান।

তাদের লাশ ঢাকা থেকে শ্রীমঙ্গলে আনা হচ্ছে। একই দিনে পিতা ও পুত্রের মৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ