শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


১২ জানুয়ারি চন্দনাইশ আজিজিয়া মাদরাসার বার্ষিক সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক: চট্টগ্রামের ঐতিয্যবাহী দ্বীনি বিদ্যাপীট চন্দনাইশ বহরমপাড়া আজিজিয়া তাজবীদুল কুরআন মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি শনিবার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইমলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়ার শায়খুল হাদিস ও মহা-পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী।

উপস্থিত থাকবেন মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, মাওলানা আজিজুল হক আল মাদানী,  মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাওলানা হাফেজ আব্দুল হক,  মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা কারী নুরুল্লাহ, মুফতি শামীম আল মামুন কাসেমী, মাওলানা কারী ইসহাকসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

চন্দনাইশ বহরমপাড়া আজিজিয়া মাদরাসার  সিনিয়র শিক্ষক মাওলানা ফোরকান উল্লাহ সভা সার্বিকভাবে সফল করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিতি ও দু'আর আহবান জানিয়েছেন।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ