আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথমবার মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শেখ রাহমান। এদিন জর্জিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ইরানিয়ান-আমেরিকান সিনেটর শপথ নেন জাহরা কারিনশাক। সোমবার তারা শপথ নেন।
শেখ রাহমান জর্জিয়ার ডি-লরেন্সভিলে জেলা ও জাহরা কারিনশাক ডি-ডুলুথ জেলার প্রতিনিধিত্ব করবেন।
গ্রিনেথ ডেইলি পোস্টের খবরে প্রকাশ, ইতিহাসের প্রথম মুসলিম সিনেটরকে যথাযথ নিয়মে স্বাগত জানায় জর্জিয়া অঙ্গরাজ্য। এসময় নতুন সিনেটরদের সাথে ছিলেন তাদের পরিবারের সদস্যরা।
সোমবার সকালে নিজ নিজ চেম্বারের স্ট্যাট ক্যাপিটলে (প্রার্থনা কক্ষ) হাজির হন স্টেট রিপ্রেজেন্টেটিভ ও সিনেটররা। এরপর নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী বাইবেল ছুঁয়ে শপথ নেন খ্রিষ্টান সিনেটররা, আর পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন শেখ রাহমান।
সূত্রের খবরমতে, জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে শেখ রাহমান কেবল প্রথম মুসলিম সিনেটরই নন, একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রথম কোনও বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকও।
এ ব্যাপারে গ্রিনেট ডেইলি পোস্টকে রাহমান বলেন, ‘জর্জিয়া বিভিন্ন জাতি-ধর্মের মানুষের অঙ্গরাজ্য। আর এ কারণেই আজ আমরা এখানে। আমরা কোথা থেকে এসেছি, এটা বড় বিষয় নয়; বৈচিত্র্যের জর্জিয়া আমাদের এক সুতোয় গেঁথেছে –এটাই বড় ব্যাপার।’
জর্জিয়া সুপ্রিম কোর্টের বিচারক চার্লস বেথেল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় অন্যদের মধ্যে রাহমান ও কারিনশাকও ছিলেন। সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরা।
কেপি