রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১১ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ইবনে শাইখুল হাদিস ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা পরস্পরের জীবনসঙ্গী হিসেবে সফলতার মন্ত্র ফখরুলের ‘দক্ষিণপন্থীদের উত্থান’ মন্তব্যে কড়া সমালোচনা ইসলামী আন্দোলনের মহাসচিবের পি আর পদ্ধতিতেই জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের কাগজপত্র বিতরণ শুরু বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, সড়ক অবরোধ একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা জুলাই সনদে মাদরাসা ছাত্রদের স্বীকৃতিও দিতে হবে: গাজী আতাউর রহমান

নারী সংস্কার কমিশনের যে বিষয়গুলো নজরে রাখতে হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

||মুফতি লুৎফুর রহমান ফরায়েজী||

কেন জানি মনে হচ্ছে এ লড়াই দীর্ঘ হবে। হতে পারে রক্তক্ষয়ীও। মাঠে ময়দানে ধর্মপ্রাণ মানুষ যতই লড়াই করুক। প্রাণ ঝরাক। দেশের নীতিনির্ধারণ সেই হাতে গোণা ধর্মবিদ্বেষীদের হাতেই। 

যারা কেউ দিল্লির প্রেসক্রিপশনে চলে। কেউ বা আবার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে মত্ত। কেউ আমাদের রাশিয়াপন্থী বানাতে চায়। কেউবা আমেরিকাপন্থী। 

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সরাসরি প্রধান উপদেষ্টার সন্তুষ্টির ভিত্তিতেই হয়েছে বলে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। তিনি যেভাবে এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বই আকারে বিলি করার ঘোষণা দিয়েছেন। সেই সাথে এত আন্দোলন ও প্রতিবাদের পরও নির্বিকার ভূমিকা পালন করছেন তা এটাকেই প্রমাণ করে। 

মিডিয়া ও আইনপ্রণেতা সবই বাম ঘরানার একচ্ছত্র দখলে বলা যায়। এমতাবস্থায় ধর্মপ্রাণ মানুষের আন্দোলন বিতর্কিত করতে, ধর্ম ও ধর্মপ্রাণ নাগরিকদের নারী বিদ্বেষী প্রমাণে অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে। 

যেমন গতকাল শেখ হাসিনার প্রতীকী ফাঁসির পুত্তলিকা পোড়ানোকে নারীবিদ্বেষী রূপ দেওয়ার প্রচেষ্টা করেছিল এক হলুদ সাংবাদিক। 
যদিও তাকে রাতের মাঝেই চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু এসব সাংবাদিকদের তৎপরতা বন্ধ হবে না। 

গতকাল দেখা গেছে, কিছু কিছু সাংবাদিক হেফাজত আহুত সমাবেশে আগত অনেককে নারী কমিশন বিষয়ে প্রশ্ন করে নাস্তানাবুদ করতে। 
কেউ কেউ এ বিষয়ে পড়াশোনা না করায় উদ্ভট উত্তর দিয়ে হাস্যরস্যের খোরাক বনে যাচ্ছেন। এমনকি কিছু আলোচকও অবাস্তব দাবি করে মূল বিষয়ের গাম্ভীর্যতা বিনষ্ট করে দিচ্ছেন। 

এ কারণে কমিশনের প্রতিবেদন সবারই সংগ্রহ করা উচিত এবং এ বিষয়ে মোটা মোটা কিছু কথা মুখস্থ রাখা উচিত। 
কয়েকটি বিষয় তুলে ধরছি-
১. ইসলাম কি নারীর অধিকার চায় না?
উত্তর-অবশ্যই চায়। ইসলামই নারীকে সর্বাধিক অধিকার দিয়েছে। তবে ইসলাম নারীর সমঅধিকারে বিশ্বাস করে না। বরং ন্যায্য অধিকারে বিশ্বাস করে। কারণ 'সমঅধিকার' শব্দ শুনতে সুন্দর হলেও এতে সর্বক্ষেত্রে নারীর যথার্থ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত হয় না। 
অনেক ক্ষেত্রেই সমঅধিকার নারীর ন্যায্য অধিকারকে হরণ করে। যেমন ইসলাম বিয়েতে পুরুষের ওপর দেনমোহর আবশ্যক করেছে। নারীর ওপর নয়। 

যদি সমঅধিকারের কথা হয়, তাহলে পুরুষ নারী উভয়ের ওপরই দেনমোহরের কথা চলে আসবে। 
বিয়ের পর সংসারের খরচ ইসলাম পুরোটাই স্বামীর ওপর ন্যস্ত করেছে। সমঅধিকারের কথা থাকলে সংসারের খরচ নারী পুরুষ আধাআধি উভয়ের ওপরই আবশ্যক হবে। 

এমন অনেক বিষয়ে সমঅধিকার নারীর সম্মানহানি ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে। 
এ কারণে ইসলাম সমান অধিকার নয়, বরং ন্যায্য অধিকার, এমন কি ক্ষেত্র বিশেষে নারীর অগ্রাধিকারের প্রবক্তা। সমান অধিকারের নয়। 
২. নারী সংস্কার কমিশনের কোন বিষয় নিয়ে আপনাদের আপত্তি?
উত্তর- বেশ কিছু বিষয় নিয়েই আমাদের আপত্তি। যেমন:
ক) স্বামী স্ত্রীর একান্ত বিষয়কে ধর্ষণের অপরাধ হিসেবে চিহ্নিতকরণ। [প্রতিবেদন পৃষ্ঠা-৩৯]
খ) বিবাহবিচ্ছেদে স্বামীর পঞ্চাশ ভাগ সম্পদ স্ত্রীকে লিখে দেয়া। [প্রতিবেদন পৃষ্ঠা-৪১]
গ) বে শ্যা বৃত্তিকে শ্রমিকের স্বীকৃতি প্রদান এবং অপরাধ হিসেবে চিহ্নিত না করা। [প্রতিবেদন পৃষ্ঠা-৩৭, ১৫]
এর মাধ্যমে নারী ও শিশু পাচার ও অপহরণ বৃদ্ধি পাবে। সমাজে জারজ সন্তান বৃদ্ধি এবং এইডসের মতো রোগের প্রাদুর্ভাব ঘটবে। এছাড়া আরো অনেক অপরাধ সংঘটিত হবে।
ঘ) ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বাতিলকরণ। [প্রতিবেদন, পৃষ্ঠা-৩৪]
ঙ) স#ম#কা#মিতার মতো বিকৃত যৌ#না#চারকে প্রতিষ্ঠিত করার হীন চেষ্টা। [প্রতিবেদন, পৃষ্ঠা-৩৩, ৩৪]
চ) ধর্মকে নারী অধিকারের অন্তরায় সাব্যস্ত করা। [প্রতিবেদন পৃষ্ঠা-৯, ৩৩]
ছ) সংবিধান থেকে বিসমিল্লাহির রাহমানির রাহীম উঠিয়ে দেয়া এবং রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেয়ার আবেদন। [প্রতিবেদন পৃষ্ঠা-৩৫]
জ) বিবাহ, তালাক, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও বহুবিবাহসহ একাধিক বিষয়ে কুরআন ও হাদীসে বর্ণিত বিধানকে বাতিলের সুপারিশ করা। [প্রতিবেদন পৃষ্ঠা-৩৫, ৪৬, ৪৫, ১৫, ৪১, ৪০,]

এসব সমাজবিধ্বংসী ও ধর্মবিদ্বেষী প্রস্তাবের কারণে আমরা নারী সংস্কার কমিশনের বিরোধীতা করে আসছি। 
মোটামুটি এসব বিষয় আমাদের জানা থাকলে আশা করি কথা বলা সহজ হবে।

লেখক: পরিচালক-তালীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ