বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


সিলেট বরুণী মাদরাসার সম্মেলন ৩ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদরাসার মাহফিল অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি।

সিলেটের দশঘর, বিশ্বনাথের এ মাদরাসার ২৫ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামি সম্মেলনের আয়োজন করেছে মাদরাসাটি। ৩ ফেব্রুয়ারির  রোববার দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত জামিয়া ময়দানে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন মাওলানা নূরুল ইসলাম, শায়খে মইজপুরী। মাওলানা সালমান নদবী ঢাকা। মাও রশীদ আহমদ সাহেব মুহাদ্দিসে দশঘরী। মাওলানা আর্জুমন্দ আলী নায়েবে মুহতামিম, বরুণী মাদরাসা।

প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন, শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশশারআবি, ইমাম ও খতিব, মসজিদ জামে আশ-শােহাদা মক্কাতুল মােকাররামা, সৌদি আরব।

আরো উপস্থিত থাকবেন, শাইখুল হাদিস মাওলানা বেলাল বাওয়া ইংল্যান্ড, খলিফায়ে শায়খুল হাদিস, আল্লামা জাকারিয়া রহ.।


-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ