বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


১৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়  খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে লাইনচ্যুত বগি দুটি সরিয়ে রেলপথ মেরামতের কাজ শেষ হয়। এতে খুলনা ও যশোরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, পাবনার পাকশি থেকে রাত ১০টায় উদ্ধারকারী ট্রেন আসে। তারপর ৮০ জনের একটি দল ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সংস্কারে কাজ করে। শুক্রবার বিকালে কোটচাঁদপুর স্টেশন থেকে ২০০ গজের মধ্যে ফুলবাড়ি রেলগেটের কাছে বগি দুটি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ