কৌশিক পানাহি: পাকিস্তান বিমান সেনাদের হাতে আটক হওয়া ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নিরাপদে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন তার বাবা সিমহাকুট্টি বর্তমান।
ভারতীয় বিমানবাহিনীর সাবেক এই এয়ার মার্শালের চাওয়া, তার ছেলের যেন কোনো শারীরিক ক্ষতি না হয় এবং তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়।
সিমহাকুট্টি বর্তমানের ভাষ্য, আমার ছেলের প্রতি পাকিস্তান এমন সংযত আচরণ দেখাবে যাতে সে সুরক্ষিতভাবেই দেশে ফিরবে।
তিনি আরও বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি বলে। আমি আমার ছেলের জন্য গর্বিত। আমি জানি, আপনারা সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করছেন। আমি আশা করি, ও (বর্তমান) বাড়িতে ফিরে আসুক সুরক্ষিতভাবে। তার ওপর যেন কোনো অত্যাচার না হয়। সবার সাহায্য চাই আমরা।’
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় শিকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে।
একদিন পরই বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিমানে থাকা ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা। ভিডিও প্রকাশের আগ পর্যন্ত ভারত তাদের একজন পাইলট নিখোঁজ থাকার কথা স্বীকার করলেও পাকিস্তানি বাহিনীর হাতে তার আটক হওয়ার তথ্য অস্বীকার করে আসছিল। তবে এ সংক্রান্ত ভিডিও প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। পরবর্তীতে বিবৃতি দিয়ে ওই পাইলট আটক থাকার স্বীকারোক্তি দেওয়া হয়।