সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


পাক-ভারত ইস্যুতে আল্লামা তাকি উসমানির টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের আকাশে জঙ্গি বিমানের লড়াইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বর্তমানে এই চিরবৈরী দুই দেশ পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছে।

এরই মধ্যে এ বিষয়ে টুইট করলেন পাকিস্তানের সাবেক বিচারপতি ও ইসলামি চিন্তাবিদ আল্লামা তাকি উসমানি। আজ (২৮ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় তিনি বলেন, আল্লাহর দয়া ও অনুগ্রহে পাকিস্তানী সেনাবাহিনীরা বীরত্ব ও কৌশলের সাথে ভারতীয় আক্রমনকারীদের সমুচিত জবাব দিয়েছে।

তিনি আরো বলেন, , পাকিস্তানের সরকার মহিমান্বিত সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ভারতীয়দের যুদ্ধের নেশা মিটে গেছে। এ কারণে পুরো পাকিস্তানী জাতির, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সিজদাবনত হওয়া উচিৎ৷

https://twitter.com/muftitaqiusmani/status/1100798336607629313

প্রসঙ্গত, কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতি হামলার পর জইশ-ই মুহাম্মদ সেই হামলার দায় স্বীকার করেছিল। ভারতীয় সরকার ও সেনাবাহিনী বলছে, হামলাকারীরা এসেছে পাকিস্তান থেকে আর এখন সময় এসেছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার। ওই সংগঠনকে গুঁড়িয়ে দিতে জঙ্গি আস্তানায় ভারতের পাল্টা হামলা করে। পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ফের হামলা করে। এ সবকিছুর পরিণতিতে আবারো অশান্ত হয়ে উঠেছে উপমহাদেশের রাজনীতি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ