আওয়ার ইসলাম: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তরফ থেকে বিশেষ বার্তা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর পাকিস্তানে আসছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেইশি।
তিনি আরো বলেন, ‘গতকাল রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়। তিনি তখন পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করেন, আমি তাকে অভিনন্দন জানাই।’
এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তানে যান সৌদি যুবরাজ বিন সালমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠক করেন তিনি।
সৌদি যুবরাজের পাকিস্তান সফরকালে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দিনের পাকিস্তান সফর শেষে কর্মসূচি অনুযায়ী ভারতে না গিয়ে দেশে ফিরে যান সৌদি যুবরাজ।
১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মির রাজ্যের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিদের বোমা হামলায় দেশটির আধা-সামরিক পুলিশের ৪৪ জওয়ান নিহত হয়।
এর ঘটনার জের ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতে থাকায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তান থেকে সরাসরি ভারতে যাননি বলে ধারণা করা হয়।
-এটি