মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ সমর্থিত তদন্তকারীরা জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা গত বছর ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে এবং গাজায় ফিলিস্তিনি বিক্ষোভ দমনকালে ১৮৯ জনকে হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে।

আজ বৃহস্পতিবার তারা এসব কথা জানায় বলে জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম ‘ডেইলি সাবাহ’। ‘হিউম্যান রাইটস কাউন্সিল’র অধীনস্থ এই ‘কমিশন অব ইনকোয়ারি’ জানায় পৃথকীকরণ বেষ্টনীর কাছে সেনাবাহিনীর স্নাইপাররা ছয় হাজারেরও বেশি মানুষকে গুলি করেছে।

তদন্তকারী প্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী যেসব ফিলিস্তিনি বিক্ষোভকারীকে নিহত ও আহত করেছে, গুলিবিদ্ধ হওয়ার আগে ভাবতেই পারেনি যে তারা মৃত্যুর মুখে বা গুরুতর আহত হতে যাচ্ছে। ভুক্তভোগীদের মধ্যে এমন অনেকেই আছে যারা বিক্ষোভগুলোতে অংশগ্রহণ করেনি।

এ হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে এমন স্নাইপার ও কমান্ডারদের সম্পর্কে গোপন তথ্যও আছে তদন্তকারীদের কাছে।

এসব তথ্য জাতিসংঘের হিউম্যান রাইটস বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এসব ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কোর্টে(আইসিসি) তুলে করবেন।

এ কমিশনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি গাজার অবরোধ তুলে নেয়ার আহ্বান জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ