মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


যৌথ অনুশীনে ভারত থেকে ১৭০ সেনা আসছে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সদস্যের একটি দল আসছে বাংলাদেশে। ১ মার্চ, শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ ‘আইএল-৭৬’ তাদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তারা বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ অনুশীলনে অংশ নেবেন।

‘সম্প্রীতি-৮’ নামে এই অনুশীলন ২-১৫ মার্চ পর্যন্ত চলবে। ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এই যৌথ প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হবে। এটি হবে এই অনুশীলনের অষ্টম সংস্করণ।

এ বছরের যৌথ অনুশীলনের মূল উপজীব্য হলো- বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক ও সহযোগিতার দিকগুলো আরও শক্তিশালী এবংও বিস্তৃত করা। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় একে অপরের অভিজ্ঞতা বিনিময় করা।

ভারতের আসামে ২০১১ সালে প্রথম এই যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশে তা অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের ‘সম্প্রীতি’তে প্রথমবারের মতো বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ব্যবস্থাপনা এবং এর প্রতিক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে ১৬ মার্চ একই উড়োজাহাজে নিজ দেশে ফিরে যাবে ভারতীয় সেনাবাহিনীর দলটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ