আওয়ার ইসলাম: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের তথ্য দিলেই ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। হামজা বিন ওসামা লাদেন বর্তমানে আল কায়েদার একজন উদীয়মান গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হামজা বিন ওসামা লাদেনের বয়স ৩০ বলে ধারণা করা হচ্ছে। দুই বছর আগে তাকে আনুষ্ঠানিকভাবে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র।
বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোতে হামলা চালাতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বেশ কয়েক বছর ধরে অডিও-ভিডিওবার্তা প্রকাশ করছেন হামজা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা পরিচালনায় লাদেনকে অভিযুক্ত করা হয়, এবং ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন।
হামজা বিন লাদেন সম্ভবত আফগান-পাকিস্তান সীমান্তবর্তী কোনো এলাকায় রয়েছেন এবং ইরানে যাওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তার সহকারী মাইকেল ইভানফ।
-আরএইচ