সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


ঘরে ফিরলেন ভারতীয় পাইলট অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়াঘা সীমান্তে পৌঁছেছেন ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। আজ শুক্রবার সকালে সড়ক পথে তাকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহৌরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে ওয়াঘা-আতারি সীমান্তে পৌঁছে।

আজ (১ মার্চ) শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পাকসেনার একটি কনভয়ে ওয়াঘায় পৌঁছান অভিনন্দন।

অভিনন্দনকে স্বাগত জানাতে সকাল থেকে ওয়াঘা সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলো কখন ফিরিয়ে দেওয়া হবে অভিনন্দনকে। সকালেই ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ভারতীয় বিমানবাহিনী এবং সেনার শীর্ষ আধিকারিকরাও ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন।

পাকিস্তানের গনমাধ্যমে জানানো হয়, ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্তে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তখন ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান।

সূত্র: ডেইলি পাকিস্তান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ