আওয়ার ইসলাম: পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান মুক্তি পেয়ে দেশে ফিরছেন।
আজ শুক্রবার (১মার্চ) ভারতীয় বিমানবাহিনীর এই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়ে ভারতের পথে পাঠাচ্ছে পাকিস্তান। তাকে পাকিস্তানের ইসলামাবাদ থেকে সড়ক পথে নিয়ে যাওয়া হচ্ছে লাহোরে।
বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে যৌথ অধিবেশনে শান্তির ইঙ্গিত হিসেবে ওই পাইলটকে মুক্তির ঘোষণা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ বিকেলের মধ্যেই তাকে মুক্তি দিয়ে পৌঁছিয়ে দেয়া হবে ওয়াঘাহ-আতারি সীমান্তে , তার পর তাঁকে অমৃতসর হয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।
ইতিমধ্যেই ওয়াঘা সীমান্তে অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান, মা শোভা বর্তমান এবং ভারতীয় বায়ুসেনা এবং সেনার শীর্ষ আধিকারিকরাও ওয়াঘা সীমান্তে উপস্থিত হয়েছেন।
প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে বলেন, পাকিস্তান দু'দেশের মধ্যে উত্তেজনা কমানোর ওপর জোর দিচ্ছে। পাকিস্তানের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
গত বুধবার কাশ্মীরে অনুপ্রবেশের অভিযোগে গুলি চালিয়ে ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে একটি এবং অপরটি ভারতে ভূপাতিত হয়।
পাক অধিকৃত কাশ্মীরে ভূপাতিত হওয়ার পর উত্তেজিত জনতার হাত থেকে ভারতীয় ওই ইলটকে উদ্ধার করে পাকিস্তান সেনাবাহিনী।
ভারতের তরফ থেকে জানানো হয়েছে, তারা অভিনন্দনের জন্য একটি বিশেষ ফ্লাইট পাঠাতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানের তরফ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
-আরএইচ