মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আল-আকসায় প্রবেশে বাধা পেয়ে লায়ন্স গেটে জুমা আদায় ফিলিস্তিনিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: ইসরাইলি সেনাদের বাধায় শুক্রবার পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারেননি ফিলিস্থিনিরা। পরে তারা লায়ন্স গেটের পাশে জমায়েত হয়ে জুমার নামাজ আদায় করেন।

এ ব্যাপারে ইহুদীবাদী ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, কিছু দিনের জন্য আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনিরা জানান, তারা মসজিদে প্রবেশ করতে চাইলে ইসরাইলি সেনা বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রবেশ করতে চাইলে গায়ে হাত তোলা হয়। তারা ইসরাইলি দখলদারিত্ব থেকে আল-আকসা মসজিদকে রক্ষার আহ্বান জানান।

আল-আকসা মসজিদের অবস্থান পূর্ব জেরুজালেমের আল-হারাম আল-শরিফ চত্বরে। এটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান। অন্যদিকে, এ প্রাঙ্গণেই ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান টেম্পল মাউন্টও অবস্থিত। ইহুদিরা তাই একে বলে ‘টেম্পল মাউন্ট’। সূত্র- মিডল-ইস্ট মনিটর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ