আওয়ার ইসলাম: জম্বু-কাশ্মিরের পুলওয়ামায় হামলার দায় স্বীকারকারী সংগঠন জাইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন কুরেশি। তিনি বলেন, “আজহার পাকিস্তানেই রয়েছে। আমার তথ্য অনুযায়ী ও গুরুতর অসুস্থ। বাড়ি থেকে বেরুনোরও উপায় নেই।”
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় অবন্তীপোরার কাছে লেথপোরায় জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর সিআরপিএফ কনভয়ে হামলা করে জঙ্গিরা। প্রায় সাড়ে তিনশ’ কেজি বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সিআরপিএফ-এর একটি ট্রাকে ধাক্কা মারে জঙ্গি আদিল আহমেদ। এই আত্মঘাতী জঙ্গি হামলায় নিমেষে ছিন্নিভিন্ন হয়ে যায় ৪০টি তাজা প্রাণ। আহত হন বহু জওয়ান। পরে তাদের মধ্যেও বেশ কয়েকজনের মৃত্যু হয়।
এ হামলার খানিক পরেই ভিডিও বার্তায় দায় স্বীকার করে জাইশ-ই-মুহাম্মদ। কিন্তু তারপরও বারবার পাকিস্তান বলেছে, এই হামলার সঙ্গে জাইশ-ই-মুহাম্মদের কোনও যোগ নেই এবং মাসুদ আজহারও পাকিস্তানে নেই।
১৪ ফেব্রুয়ারির পর গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। পরদিনই আবার ভারতের সীমানায় ঢুকে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।
২০০২ সালে জাইশ-ই-মুহাম্মদকে জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করে জাতিসংঘ। দীর্ঘদিন ধরে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। পুলওয়ামা হামলার পর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো (চীন ছাড়া) মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে।
কেপি