মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কাশ্মীরে ঘুরতে গেলে হোটেল ভাড়া ও খাবার ফ্রি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় দুই সপ্তাহ ধরে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর পাক-ভারত উত্তেজনা চলছে এবং তা ক্রমশ বাড়ছে। সীমান্ত দু'দেশের সেনাদের মধ্যে মাঝে মাঝেই চলছে গোলাগুলি। তিন দিন ধরে জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

এসবের প্রভাবে গত কয়েক সপ্তাহে কাশ্মীরের পর্যটন এলাকাগুলোতে দর্শনার্থীদের সংখ্যা নেহাতই কম। ফলে সমস্যায় পড়েছেন কাশ্মীরের হোটেল মালিকেরা। এর সুরাহায় অভিনব উপায় খুঁজলেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘কান্ট্রিসাইড ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজে সম্প্রতি একটি পোস্ট দেওয়া হয়। এতে কাইজার নামের একটি হোটেলের কর্তৃপক্ষ পর্যটকদের কাশ্মীরে ঘুরতে যাওয়ার আবেদন জানিয়েছে।

ওই পোস্টে বলা হয়, যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, ততদিন পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর দেবে কাইজার হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে খাবারের ব্যবস্থাও তারা করবে। সূত্র: এবেলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ