মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে অন্তত ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু লোক নিঁখোজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর গার্ডিয়ানের।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই অ্যালাবামা ও জর্জিয়ার বিভিন্ন অংশে ৪০০ মিটার ব্যাসার্ধের এই টনের্ডো আঘাত হানে। ওই ব্যাসার্ধের ভেতরে ধ্বংসলীলা চালিয়েছে টর্নেডো। এলাকায় ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আলাবামার গভর্নর কেই আইভেই এক টুইটবার্তায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আবহাওয়া আরও খারাপ হতে পারে। আজ লি কাউন্টিতে ঝড়ের আঘাতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রথমবার টর্নেডো আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল। শেরিফ জোন্স এ টর্নেডোকে ‘সর্বনাশা’ বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া আলাবামার এক আবহাওয়াবিদ এরিক স্নিটিল টুইটবার্তায় বলেন, টর্নেডো আঘাত হানায় ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে যতজনের মৃত্যু হয়েছে, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে লি কাউন্টিতে একদিনের টর্নেডোর আঘাতেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ