মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


সোশ্যাল মিডিয়ায় মাসুদ আজহারের মৃত্যুর গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানভিত্তিক বিদ্রোহী সংগঠন জইশই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের মৃত্যু হয়েছে এমন গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়। রোববার দুপুর থেকে এই খবর ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টুইটার এবং ফেসবুক পোস্টে জইশ মোহাম্মদ প্রধানের মৃত্যুর খবর ভাইরাল হয়। এ ধরনের একাধিক পোস্টে দাবি করা হয়, মাসুদ আজহারের মৃত্যু হয়েছে।

ভারতের একাধিক টেলিভিশন চ্যানেলেও রোববার বিকেল থেকে মাসুদ আজহারের মৃত্যু হয়েছে বলে আলোচনা শুরু করে। তবে তারাও কোনও সূত্র উল্লেখ করেননি। অন্য কোনও সূত্র থেকেও সেই দাবির সমর্থনে কোনও নিশ্চয়তা মেলেনি।

এদিকে, পাকিস্তানের জিও উর্দু টিভি দাবি করছে, মাসুদ আজহার বেঁচে আছেন এবং তাকে চিকিৎসার জন্য নিবিড় তত্বাবধায়নে রাখা হয়েছে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, “আজহার পাকিস্তানেই রয়েছে। আমার তথ্য অনুযায়ী ও গুরুতর অসুস্থ। বাড়ি থেকে বেরুনোরও উপায় নেই।”

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন জওয়ান; যে হামলার দায় স্বীকার করেছে জাইশ-এ-মুহাম্মদ। এরপর মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ ঘোষণা করতে বেশ কয়েকবার জাতিসংঘের দ্বারস্থ হয়েছে ভারত। যদিও চীনের বাধায় বারবার ভারতের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ